হোম > সারা দেশ > নরসিংদী

মাধবদীতে নিজ বাসার খাটে পড়ে ছিল মিষ্টির কারিগরের রক্তাক্ত লাশ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে নিজ বাসা থেকে নির্মল দেবনাথ (৪৫) নামের এক মিষ্টির কারিগরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার নূরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুরে এই ঘটনা ঘটে।

নিহত নির্মল দেবনাথ মাধবদী পৌর শহরের জলখাবার মিষ্টি দোকানের কারিগর ও কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর কোতালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে। তিনি দক্ষিণ বিরামপুরে নিজ মালিকানাধীন একটি একতলা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী মনি দেবনাথ বলেন, ভাইফোঁটা উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্তানদের নিয়ে শিবপুর উপজেলার শাষপুর এলাকায় বাবার বাড়ি বেড়াতে যান তিনি। স্বামী নির্মল দেবনাথ দোকান থেকে ফিরে রাতে বাড়িতে একাই ছিলেন। পরীক্ষা থাকায় তাঁর ছেলে স্কুলছাত্র অর্থ দেবনাথ আজ বুধবার সকালে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে ঘরের দরজা খোলা দেখতে পায় এবং খাটে তার বাবার গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ও রান্নাঘরের ভেন্টিলেটর ভাঙা পাওয়া যায়।

খবর পেয়ে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোয়েন্দা পুলিশসহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ ও অনির্বাণ চৌধূরী ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘরের খাট থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের ভেন্টিলেটর ভাঙা ছিল। তা ছাড়া ঘরের কাপড়চোপড়সহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তদন্তের পর পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু