হোম > সারা দেশ > ঢাকা

চার দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরকারি কলেজের বেসরকারি কর্মীরা অংশ নেন।

আন্দোলনকারীদের চার দফা দাবি হচ্ছে: সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর; শূন্য পদের বিপরীতে এবং নতুন পদ সৃজনের মাধ্যমে স্ব স্ব কলেজে অস্থায়ীভাবে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত করা; চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আগে পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান; দীর্ঘদিন যাবৎ কর্মরতদের ব্যতিরেকে সরকারি/বেসরকারিভাবে নিয়োগ বন্ধ করা, অস্থায়ীভাবে কর্মরতদের চাকরি থেকে ছাঁটাই বন্ধ করা এবং অগ্রাধিকার ভিত্তিতে অস্থায়ীভাবে কর্মরতদের রাজস্ব খাতভুক্ত করা।

আন্দোলনকারীরা বলেন, আমরা দেশের স্বনামধন্য ৩৩০টি (পুরাতন) সরকারি কলেজে ০১ থেকে ৩৫ বছর যাবৎ সরকারি কলেজে ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে বেসরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে স্ব স্ব কলেজের অধ্যক্ষের নিয়োগের মাধ্যমে চাকরি করে আসছি। কিন্তু আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে না। আমাদের অনেকের বয়স ৩০ বছরের বেশি হয়ে গেছে। আমরা সামান্য মজুরিতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা সরকারি কলেজের যে দপ্তরে চাকরি করছি সেখানে সরকারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন কলেজ জাতীয়করণ/সরকারিকরণ করা হলেও আমাদের বিষয়টি মানবিক বিবেচনা করা হচ্ছে না।

মানববন্ধনে বক্তব্য দেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. এহসানুল কবীর, সদস্যসচিব মো. রুহুল আমিন সরদার, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম (আমিন), সদস্যসচিব মো. ফরিদুল ইসলাম প্রমুখ।

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি