হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ট্রাকচাপায় তরুণী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাকচাপায় এক তরুণী নিহত হয়েছেন। তাঁর নাম লাবনী আক্তার (২৪)। তিনি একটি হাসপাতালের কর্মচারী। একই ঘটনায় আহত হয়েছেন সানজিদা নামে তাঁর আরেক সহকর্মী। 

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত আনুমানিক দেড়টার দিকে লাবনীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

মৃত লাবনী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বট বালিকা গ্রামের বাবুল গাজীর মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকতেন। 

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, হতাহত দুজন স্টাফ কোয়ার্টার এলাকায় গ্রীন বাংলা হাসপাতালের কর্মচারী। সন্ধ্যায় ডিউটি শেষ করে তাঁরা একসঙ্গে বাসায় ফিরছিলেন। স্টাফ কোয়ার্টার রোডে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁদের দুজনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তাঁরা। পথচারীরা তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে লাবনীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। আর আহত সানজিদা স্থানীয় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। 

এসআই আরও বলেন, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক