হোম > সারা দেশ > গাজীপুর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়লার ভাগাড়, চলাচলে চরম ভোগান্তি

রাতুল মণ্ডল, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাংশ দখল করে ফেলা হচ্ছে ময়লা। দিনের পর দিন ফেলা ময়লা জমে টিলার রূপ নিয়েছে। এর পাশ দিয়ে চলতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও গণপরিবহনগুলোকে। দুর্গন্ধে আশপাশের পরিবেশ বিষাক্ত হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাওনা গ্রামের এমসি বাজার এলাকায় পাশাপাশি কয়েকটি পয়েন্টে মহাসড়কের লেন দখল করে ভাগাড় গড়ে তোলা হয়েছে। এখানে আশপাশের কয়েকটি গ্রামের ময়লা ফেলা হচ্ছে। বিশেষ করে বাজার ও সামিট পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের পাশে টিলা সমান ভাগাড় সৃষ্টি হয়েছে। এতে আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ময়লা ফেলে ইতিমধ্যে সড়কের এক লেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী, যাত্রী ও চালকেরা। আশপাশে বসবাসকারী ব্যক্তিরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বিপুল মিয়া বলেন, ‘আপনারা এক দিন আশপাশের এলাকায় থাকলে বাঁচতে পারবেন না। আমাদের বেঁচে থাকাই কঠিন। হেঁটে চলাচল করলে বমি আসে। আমাদের শিশু, বৃদ্ধরা খুবই কষ্টে আছে। দুর্গন্ধে পেটে খাবার ঢোকে না। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, এলাকা ছাড়তে হবে, এ ছাড়া বিকল্প নেই।’

আরেক বাসিন্দা মনসুর মণ্ডল বলেন, ‘ময়লার জন্য আজ আমরা অসহায়। কত উঁচু ভাগাড় দেখেন। এটা এক দিনের না, বহুদিন ধরে এখানে ময়লা-বর্জ্য ফেলা হচ্ছে। কী পরিমাণ দুর্গন্ধ, আশপাশের এলাকায় থাকলে বোঝা যাবে। দুর্গন্ধ বাতাসে আশপাশের কয়েক কিলোমিটার ছড়িয়ে যায়। কার কাছে বিচার দেব? কোনো বিচার পাই না। প্রতিকার মিলছে না। কে ফেলে ময়লা কার নির্দেশনায়, এগুলো বলতে পারব না।’

সড়কটি দিয়ে রিকশা চালানো আব্দুল কাদির বলেন, ‘সড়কের অর্ধেক দখল করে ময়লা ফেলা হচ্ছে। ফুটপাত তো অনেক আগেই বন্ধ। এখন এক লেন বন্ধ হলো। আমরা কোথা দিয়ে চলাচল করব? ভাগাড়ের কাছে এসে দাঁড়িয়ে থাকতে হয়, কখন গাড়ি থাকবে না। কিন্তু গুরুত্বপূর্ণ মহাসড়কে তো ১ মিনিটের জন্য গাড়ি চলাচল বন্ধ থাকে না। পাশাপাশি কয়েকটি ময়লার ভাগাড় এখানে।’

এখানে দুর্ঘটনার শিকার হওয়া পোশাকশ্রমিক সাহেরা খাতুন বলেন, ‘এখান দিয়ে চলাচল করতে খুবই সমস্যা। গত বুধবার হেঁটে যাচ্ছিলাম, তখন একটি মোটরসাইকেল আমাকে ফেলে দেয়। আমার হাতে অনেক সমস্যা হয়েছে। আর দুর্গন্ধ কেমন এটা আর কী বলব। এ পথ দিয়ে হেঁটে যাওয়ার পর পেটে ভাত যায় না।’

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করা ইমাম পরিবহনের বাসচালক নজরুল ঢালী জানান, ময়লায় লেন বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। জটে গাড়ি দাঁড়িয়ে থাকলে দুর্গন্ধে যাত্রীদের অনেক সমস্যা হয়। এটা বহুদিনের সমস্যা। কয়েকটি পয়েন্টে এমন বড় বড় ভাগাড় হয়েছে।

এই চালক প্রশ্ন করেন, ‘এগুলো কেউ দেখে না? যাঁদের দায়িত্ব তাঁরা কই? তাঁরা তো কোনো খোঁজখবর নিচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘জনভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ