ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় মাঝ নদীতে তিনটি ফেরি ও ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ৩টার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় পথ হারিয়ে তিনটি ফেরি মাঝ নদীতে আটকে যায়। এরপর থেকেই এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া যায়।