জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এসব কর্মসূচির মধ্য দিয়ে অভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, গত বছরের এই সময়ে দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ ও প্রতিরোধ একসঙ্গে বিস্ফোরিত হয়। ৩৬ দিনের টানা আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিজয় অর্জিত হয়।
এই অভ্যুত্থানকে ’৪৭ ও ’৭১-এর পর বাংলাদেশের ইতিহাসে আরেকটি অনন্য ও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।
এই ঐতিহাসিক প্রেক্ষাপটে ১ থেকে ৩৬ জুলাই (অর্থাৎ ৫ আগস্ট) বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান তাঁরা।
সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন জানান, জুলাইব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন শহীদদের প্রতি সম্মান জানানো হবে, অন্যদিকে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে—৪ জুলাই ‘সাহসী সাংবাদিক সমিতি: অভ্যুত্থানের দিনলিপি’ শীর্ষক আলোচনা সভা; ৭ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিক, মানবাধিকারকর্মী ও পেশাজীবীদের সম্মাননা প্রদান; ৭-১৪ জুলাই ‘স্বজনের সঙ্গে মোলাকাত’ শিরোনামে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ; ১৪ জুলাই ‘নারীর নেতৃত্বে দূরীভূত অন্ধকার’ শীর্ষক আলোচনা; ১৫ জুলাই ‘উইমেন্স কার্নিভ্যাল’; ১৬-১৭ জুলাই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ এবং ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন।
এ ছাড়া ১৮-২৫ জুলাই আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট, ২১ জুলাই মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়; ২৩ জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কাজ করা সংগঠনসমূহকে সম্মাননা প্রদান; ২৫ জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী পথশিশু, রিকশাওয়ালা ও শ্রমজীবী মানুষের সঙ্গে আনন্দ উৎসব; ২৬ জুলাই দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন কর্মসূচি; ৩১-৩৬ জুলাই পর্যন্ত জুলাই প্রদর্শনী; ৩৩ জুলাই ফ্ল্যাগ মুভ ও ৩৬ জুলাই (৫ আগস্ট) বিজয় মিছিল করা হবে।