হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জে বসুন্ধরা এলপিজি গ্যাসের রিটেইলার সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলার বধূবরণ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রিটেইলার সম্মেলনে সভাপতিত্ব করেন বসুন্ধরা এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটর খোরশেদ আলম এন্ড সন্স এর স্বত্বাধিকারী মো.মিজানুর রহমান। 

মেসার্স সেলিম এন্টারপ্রাইজ ও মেসার্স খোরশেদ আলম এন্ড সন্স এর যৌথ আয়োজনে এই রিটেইলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব সেলস ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল। 

বিশেষ অতিথি ছিলেন, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের এজিএম (সেলস) ন্যাশনাল নর্থ উইং আল মামুন খান, ন্যাশনাল নর্থ ডিভিশনের ডিএসএম মো. রফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (ব্রান্ড এন্ড মার্কেটিং) আকাশ আব্দুল্লাহ, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মো.সেলিম মিয়া, মো.লোকমান মোল্লা, এরিয়া সেলস ম্যানেজার কাজল বণিক, মানিকগঞ্জ টেরিটোরী সেলস কর্মকর্তা মো.লুৎফর রহমান। 

ঢাকার ধামরাই উপজেলা এবং মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার আড়াই শতাধিক রিটেইলারদের নিয়ে এই সম্মেলনে কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজ ও গিফট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। 

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব সেলস ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল বলেন, রিটেইলার সম্মেলনের মূল উদ্দেশ্য এলপি গ্যাসের খুচরা ব্যবসায়ীদের পণ্য বিক্রয়ে আরও আগ্রহী করে তোলা এবং ভোক্তা পর্যায়ে পণ্যের প্রতি আস্থা নিশ্চিত করা। 

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ