হোম > সারা দেশ > ঢাকা

খারাপ আবহাওয়ায় শাহজালালে কিছু ফ্লাইট বিলম্ব হলেও চলাচল স্বাভাবিক

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বর্তমানে সব আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান খারাপ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব লক্ষ্য করা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্যে ডাইভার্ট করতে হয়নি। যা যাত্রী ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর জন্য একটি স্বস্তিকর দিক। তবে পরিস্থিতির অবনতি হলে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে যেকোনো সম্ভাব্য চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে এয়ারলাইনস, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে যাচ্ছে।

ঢাকার বনানী ও গাজীপুরসহ আশপাশের অঞ্চল থেকে বিমানবন্দরের দিকে আসা যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেসব যাত্রী খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ফ্লাইট মিস করেছেন বা করতে পারেন, তাদের পরবর্তী ফ্লাইটে দ্রুততম সময়ে স্থানান্তরের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে প্রযোজ্য ফি মওকুফের বিষয়েও সব এয়ারলাইনসকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এই প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, ‘আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছি। ফ্লাইট অপারেশন স্বাভাবিক রাখতে এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করছি। যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমি সব সম্মানিত যাত্রীদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সহযোগিতা কামনা করছি।’

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও দিকনির্দেশনায় তারা দৃঢ়ভাবে যাত্রীসেবার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত