হোম > সারা দেশ > ঢাকা

মামুনুলের অ্যাকাউন্টে ৬ কোটি টাকা, ৩১৩ অর্থদাতা চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের দুইটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থদাতা ৩১৩ জন ব্যক্তিকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের এসব কথা বলেন। হেফাজতের সাবেক আমির আহমেদ শফীকে পদ থেকে সরিয়ে দিতে সদ্য সাবেক আমির বাবুনগরী বাসায় বৈঠক হয়েছিল বলেও তিনি জানান।

হাফিজ আক্তার বলেন, হেফাজতে ইসলামকে বিভিন্ন সময় অর্থ দিয়ে সহযোগিতা করা ৩১৩ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা মামুনুল হকের দুই ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি ৪৭ লাখ টাকা দিয়েছেন। তিনি আরও জানান, টাকার উৎস শনাক্ত হয়েছে। টাকাগুলো হেফাজতের সাংগঠনিক কাজে ব্যবহার করা হয়েছে বলে মামুনুল হক রিমান্ডে জানিয়েছেন। এখন টাকাগুলো কারা কী উদ্দেশ্যে দিয়েছেন এবং হেফাজত টাকা কী কাজে ব্যবহার করেছে সে ব্যাপারে তদন্ত চলছে। প্রয়োজনে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে আনা হবে।

রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, হেফাজতের সাবেক আমির আহমেদ শফীকে সরিয়ে দিতে বাবুনগরীর বাসায় গোপন বৈঠক হয়েছিল। জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে এই অনুষ্ঠান হয়। বৈঠকে বাবুনগরী আহমেদ শফীকে সরিয়ে দিয়ে আমির হিসেবে নিজেকে প্রতিষ্ঠার পরিকল্পনা করে। পরে হাটহাজারি মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করে শফী অনুসারিদের মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বাবুনগরী হয় হেফাজতের আমির। আস্থা ভাজনদের নিয়ে তিনি হেফাজতের কমিটি গঠন করেন।

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা