হোম > সারা দেশ > ঢাকা

মামুনুলের অ্যাকাউন্টে ৬ কোটি টাকা, ৩১৩ অর্থদাতা চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের দুইটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থদাতা ৩১৩ জন ব্যক্তিকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের এসব কথা বলেন। হেফাজতের সাবেক আমির আহমেদ শফীকে পদ থেকে সরিয়ে দিতে সদ্য সাবেক আমির বাবুনগরী বাসায় বৈঠক হয়েছিল বলেও তিনি জানান।

হাফিজ আক্তার বলেন, হেফাজতে ইসলামকে বিভিন্ন সময় অর্থ দিয়ে সহযোগিতা করা ৩১৩ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা মামুনুল হকের দুই ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি ৪৭ লাখ টাকা দিয়েছেন। তিনি আরও জানান, টাকার উৎস শনাক্ত হয়েছে। টাকাগুলো হেফাজতের সাংগঠনিক কাজে ব্যবহার করা হয়েছে বলে মামুনুল হক রিমান্ডে জানিয়েছেন। এখন টাকাগুলো কারা কী উদ্দেশ্যে দিয়েছেন এবং হেফাজত টাকা কী কাজে ব্যবহার করেছে সে ব্যাপারে তদন্ত চলছে। প্রয়োজনে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে আনা হবে।

রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, হেফাজতের সাবেক আমির আহমেদ শফীকে সরিয়ে দিতে বাবুনগরীর বাসায় গোপন বৈঠক হয়েছিল। জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে এই অনুষ্ঠান হয়। বৈঠকে বাবুনগরী আহমেদ শফীকে সরিয়ে দিয়ে আমির হিসেবে নিজেকে প্রতিষ্ঠার পরিকল্পনা করে। পরে হাটহাজারি মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করে শফী অনুসারিদের মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বাবুনগরী হয় হেফাজতের আমির। আস্থা ভাজনদের নিয়ে তিনি হেফাজতের কমিটি গঠন করেন।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার