হোম > সারা দেশ > ঢাকা

শর্ত মানলে ঈদের পরও পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল: সেতুসচিব

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সরকারের বেঁধে দেওয়া শর্ত মানলে ঈদের পরও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেতুসচিব মো. মনজুর হোসেন। আজ বুধবার বেলা ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সেতুটির টোল প্লাজায় প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে চারটি মোটরসাইকেল চালক টোল দিতে পারবেন। এ ছাড়া মোটরসাইকেলের জন্য বাম দিকে একটি ডেডিকেটেড লেন তৈরি করাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সেতুসচিব।

পদ্মা সেতু উদ্বোধনের পরপর মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রায় ১০ মাস পর সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে। এ জন্য প্রস্তুত করা হয়েছে পদ্মা সেতুর টোল প্লাজা। 

সেতুসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতুর উভয় প্রান্তের টোল বুথসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে চালকদের প্রয়োজনীয় শর্ত দেওয়া হয়েছে। ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন ও টোল বুথ করা হয়েছে। তবে চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে সেখানে টোল দিতে পারবেন।’ 

মনজুর হোসেন আরও বলেন, ‘পদ্মা সেতুতে অন্যান্য যানবাহনের মতো মোটরসাইকেলেরও গতি ৬০ কিলোমিটার রাখা হয়েছে। চালকেরা যেন শর্ত মেনে চলেন। তাহলে ঈদযাত্রা নিরাপদ হবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’ 

এ ছাড়া যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো মেনে চললে ঈদ-পরবর্তী সময় সেতুতে মোটরসাইকেল চলাচল চালু রাখা হবে বলে জানান সেতুসচিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আলী প্রমুখ।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ