হোম > সারা দেশ > ঢাকা

শর্ত মানলে ঈদের পরও পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল: সেতুসচিব

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সরকারের বেঁধে দেওয়া শর্ত মানলে ঈদের পরও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেতুসচিব মো. মনজুর হোসেন। আজ বুধবার বেলা ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সেতুটির টোল প্লাজায় প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে চারটি মোটরসাইকেল চালক টোল দিতে পারবেন। এ ছাড়া মোটরসাইকেলের জন্য বাম দিকে একটি ডেডিকেটেড লেন তৈরি করাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সেতুসচিব।

পদ্মা সেতু উদ্বোধনের পরপর মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রায় ১০ মাস পর সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে। এ জন্য প্রস্তুত করা হয়েছে পদ্মা সেতুর টোল প্লাজা। 

সেতুসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতুর উভয় প্রান্তের টোল বুথসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে চালকদের প্রয়োজনীয় শর্ত দেওয়া হয়েছে। ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন ও টোল বুথ করা হয়েছে। তবে চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে সেখানে টোল দিতে পারবেন।’ 

মনজুর হোসেন আরও বলেন, ‘পদ্মা সেতুতে অন্যান্য যানবাহনের মতো মোটরসাইকেলেরও গতি ৬০ কিলোমিটার রাখা হয়েছে। চালকেরা যেন শর্ত মেনে চলেন। তাহলে ঈদযাত্রা নিরাপদ হবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’ 

এ ছাড়া যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো মেনে চললে ঈদ-পরবর্তী সময় সেতুতে মোটরসাইকেল চলাচল চালু রাখা হবে বলে জানান সেতুসচিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আলী প্রমুখ।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ