হোম > সারা দেশ > ঢাকা

শর্ত মানলে ঈদের পরও পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল: সেতুসচিব

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সরকারের বেঁধে দেওয়া শর্ত মানলে ঈদের পরও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেতুসচিব মো. মনজুর হোসেন। আজ বুধবার বেলা ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সেতুটির টোল প্লাজায় প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে চারটি মোটরসাইকেল চালক টোল দিতে পারবেন। এ ছাড়া মোটরসাইকেলের জন্য বাম দিকে একটি ডেডিকেটেড লেন তৈরি করাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সেতুসচিব।

পদ্মা সেতু উদ্বোধনের পরপর মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রায় ১০ মাস পর সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে। এ জন্য প্রস্তুত করা হয়েছে পদ্মা সেতুর টোল প্লাজা। 

সেতুসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতুর উভয় প্রান্তের টোল বুথসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে চালকদের প্রয়োজনীয় শর্ত দেওয়া হয়েছে। ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন ও টোল বুথ করা হয়েছে। তবে চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে সেখানে টোল দিতে পারবেন।’ 

মনজুর হোসেন আরও বলেন, ‘পদ্মা সেতুতে অন্যান্য যানবাহনের মতো মোটরসাইকেলেরও গতি ৬০ কিলোমিটার রাখা হয়েছে। চালকেরা যেন শর্ত মেনে চলেন। তাহলে ঈদযাত্রা নিরাপদ হবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।’ 

এ ছাড়া যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো মেনে চললে ঈদ-পরবর্তী সময় সেতুতে মোটরসাইকেল চলাচল চালু রাখা হবে বলে জানান সেতুসচিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আলী প্রমুখ।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব