হোম > সারা দেশ > ঢাকা

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর আগেই কমলাপুরে যাত্রীদের ভিড় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ঈদযাত্রায় এবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। কিন্তু তার এক দিন আগেই কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের ঢল নেমেছে। নিয়ম অনুযায়ী আজ ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আগামী ২৬ এপ্রিলের।

আজ শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়তে থাকে। সাধারণ মানুষ ঈদের আগেই তাদের পরিবার-পরিজনকে গ্রামের বাড়ি পাঠানোর জন্য আগেভাগে ট্রেনের টিকিট সংগ্রহ করার জন্য এসেছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন-চার দিন ধরেই  কমলাপুরে রেলস্টেশনে অগ্রিম টিকিট কাটতে যাত্রীরা সকাল থেকেই এমন ভিড় করছে। তবে আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং ঈদের অগ্রিম টিকিট বিক্রির এক দিন আগে হওয়ায় ভিড়টা আরও বেড়েছে। বাংলাদেশ রেলওয়ে যেহেতু পাঁচ দিন আগের অগ্রিম  টিকিট বিক্রি করে। ফলে আজ যাত্রীরা ২২ থেকে ২৬  এপ্রিলের অগ্রিম টিকিট কাটতে পারছেন।

এ বিষয়ে কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার  বলেন, ‘আগামী ২৩ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই দিন আগামী ২৭ এপ্রিলে টিকিট দেওয়া হবে। তবে যেসব যাত্রী আগামী ২৬ তারিখ বা তার আগে ট্রেনে যেতে চায়, তারাই মূলত আজকে টিকিট কাটতে এসেছে। টিকিট কাটতে আসা যাত্রীদের অনেক ভিড় আছে কমলাপুর রেলস্টেশনে। সবগুলো কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। যতক্ষণ টিকিট  থাকবে ততক্ষণ যাত্রীরা টিকিট পাবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট দেওয়া হচ্ছে।’

এদিকে আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের  অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। সে ক্ষেত্রে ২৩ এপ্রিল দেওয়া হবে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট। ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট। ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট। ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট। ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মের অগ্রিম টিকিট। এদিকে ঈদযাত্রার ফিরতি টিকিট দেওয়া শুরু হবে ১ মে থেকে। এই দিন দেওয়া হবে ৫ মের অগ্রিম টিকিট।

এবার স্টেশনের কাউন্টারে অগ্রিম টিকিট কাটার সময় যাত্রীদের এনআইডি বা জন্মসনদের ফটোকপি দেখাতে হবে। একজন যাত্রী চারজনের টিকিট কাটবে, সে ক্ষেত্রে চারজনের এনআইডি বা জন্মসনদ দেখাতে হবে, না হলে টিকিট দেওয়া হবে না।

এদিকে এর আগে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, এবার ৫ স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে। এর মধ্যে রয়েছে কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, তেজগাঁও স্টেশন ও ফুলবাড়িয়া (পুরোনো রেল ভবন)। তা ছাড়া  ঈদে ছয়টি বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল ১ জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল ১ জোড়া। স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে না।

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি