বহুল আলোচিত মডেল মরিয়ম আক্তার মৌকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ শুক্রবার দুপুরে মৌকে আদালতে হাজির করে সিআইডি। তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আর্জি জানান। তাঁকে জামিন দেওয়া হলে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে এবং তিনি পালিয়ে যেতে পারেন রিমান্ড প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়। তৃতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের তাঁর কাছ থেকে মামলার ঘটনা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঢাকার মহানগর হাকিম আবু সাঈদের আদালতে বিকেল তিনটার পর মৌয়ের মামলার শুনানি হয়। মৌকে আদালতের হাজতখানায় রাখা হয়। মৌয়ের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১০ আগস্ট মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদক আইনের মামলায় মৌকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত ৬ আগস্ট তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এরও আগে গত ২ আগস্ট তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, গত ১ আগস্ট অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে মৌকে আটক করা হয়। এ সময় তাঁর বাসা থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যাদি উদ্ধার করা হয়।
মৌয়ের বাসার ভেতরে ড্রয়িং রুমের পাশেই একটি মিনি বার দেখা গেছে। বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ট্যাবলেট উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ওই বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা হয়।