হোম > সারা দেশ > টাঙ্গাইল

পঞ্চম শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধি


গোপালপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল গোপালপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শামীম হোসেন (২১) নামক এক যুবককে গ্রেপ্তার করে থানা-পুলিশ। আজ বুধবার অভিযুক্তকে আদালতে চালান দিলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। শামীম হোসেন উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃষ্ণপট্রি গ্রামের দুলাল হোসেনের পুত্র।

মামলার তদন্তকারী সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম জানান, শামীম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। অভিভাবকদের নিকট উত্ত্যক্তের অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি ছাত্রীর বাবা। গত সোমবার সন্ধ্যায় শিশুটি পিচুরিয়া গ্রামের নানা বাড়ি থেকে বাবার বাড়ি কৃষ্ণপট্টি ফেরার পথে রাস্তার পাশে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পিচুরিয়া গ্রামের আব্দুস সামাদ নামের এক স্থানীয় বাসিন্দা জানান, অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় এবং ভুক্তভোগীর বাবা দিন মজুর হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার নামে সময় অতিবাহিত করেন প্রভাবশালীরা।

মামলার বাদী জহিরুল ইসলাম অভিযোগ করেন, ভুক্তভোগীর পরিবারকে যাতে থানায় মামলা না দিতে পারেন এ জন্য নানাভাবে বাধা দেওয়া হয় হয়েছে তাঁদের। পরে পুলিশ খবর দিলে গতকাল মঙ্গলবার গভীর রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শামীমকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস