হোম > সারা দেশ > ঢাকা

মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মাওলানা আলামিন হাসান সাইমের (২৭) বিরুদ্ধে। মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে গতকাল রোববার রাত ৯টার দিকে সাভার মডেল থানায় মামলা করা হয়। এর আগে গত শুক্রবার রাত আড়াইটার দিকে সাভারের রাজাশনের একটি মাদ্রাসার আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলামিন হাসান সাইম ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার সাতানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি সাভারের রাজাশন ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন। 

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসায় আবাসিক থেকে আরবি বিভাগের লেখাপড়া করে। অভিযুক্ত ব্যক্তি ওই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকেও দেখাশোনা করতেন। পরে গত শুক্রবার রাত আড়াইটার দিকে ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে বলাৎকার করেন। পরের দিন শনিবার বাসায় ফিরে কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে শিশুটি। পরে রোববার রাতে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

মোবাইল ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিল পুলিশ