হোম > সারা দেশ > ঢাকা

মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মাওলানা আলামিন হাসান সাইমের (২৭) বিরুদ্ধে। মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে গতকাল রোববার রাত ৯টার দিকে সাভার মডেল থানায় মামলা করা হয়। এর আগে গত শুক্রবার রাত আড়াইটার দিকে সাভারের রাজাশনের একটি মাদ্রাসার আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলামিন হাসান সাইম ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার সাতানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি সাভারের রাজাশন ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন। 

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসায় আবাসিক থেকে আরবি বিভাগের লেখাপড়া করে। অভিযুক্ত ব্যক্তি ওই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকেও দেখাশোনা করতেন। পরে গত শুক্রবার রাত আড়াইটার দিকে ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে বলাৎকার করেন। পরের দিন শনিবার বাসায় ফিরে কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে শিশুটি। পরে রোববার রাতে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল