হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পুলিশি পাহারায় লাঠিসোঁটা নিয়ে আ.লীগের অবরোধবিরোধী মিছিল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপি ও জামায়াতে ইসলামীর এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে পুলিশের উপস্থিতিতে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দলটির নেতা-কর্মীরা এই অবরোধবিরোধী মিছিলটি করেন। 

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে মহাসড়কের শিমরাইল মোড় থেকে মৌচাক বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 

অবরোধবিরোধী শান্তি মিছিলে নেতা-কর্মীরা বলেন, ‘আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সর্বদা বিএনপির নৈরাজ্য মোকাবিলায় প্রস্তুত রয়েছি। বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, ‘আমাদের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্দেশনায় সকাল থেকেই নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশবিরোধীদের নৈরাজ্য মোকাবিলার ঘোষণাও দেন তাঁরা।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এখনো পর্যন্ত মহাসড়কে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে আমরা সজাগ রয়েছি।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি