হোম > সারা দেশ > গাজীপুর

রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় নিহত ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, গতকাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য আজ সকালে লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত জুয়েল রানা (৪২) মাগুরা জেলা শ্রীপুর থানা বড়লিডহা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। রানা টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসা এলাকার বালাদিল আমিন আবাসনে পরিবার নিয়ে বাস করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল রাতে জুয়েল রানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকাগামী সড়কে রাস্তা পার হতে গেলে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে জব্দ করে চালক সোহাগকে (২৪) আটক করে পুলিশে দেয়। 

ওসি মো. মুস্তাফিজুর রহমান আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু