হোম > সারা দেশ > ঢাকা

লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

লিখিত পরীক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা প্রার্থীরা। আজ রোববার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের গেটের সামনে তাঁরা এই সমাবেশ করছেন।

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভ সমাবেশকারীরা ব্যানারসহ নির্বাচন ভবনের মূল গেট বন্ধ করে রেখেছেন। এ সময় ভেতর থেকে কাউকে বাইরে বা বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডেটা এন্ট্রি অপারেটরের ৪৬৮টি পদে জনবল নিয়োগ দিতে ২০১৯ সালে বিজ্ঞপ্তি দেওয়া প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালের ১৬ জুন অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৮ মার্চ। এই নিয়োগে নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশগ্রহণ করা সবাইকে পাস করানো হয়েছে এবং পরীক্ষা না দিয়েও প্রায় সাড়ে ৭০০ জনকেও পাস করানো হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে ২০১৯ সালের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার তারিখ দিয়েও তা ইতিপূর্বে দুইবার স্থগিত করা হয়েছে।

ডেটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত পরীক্ষার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, যেসব পদ ফাঁকা রয়েছে, সেগুলো পূরণের কার্যক্রম চলছে। পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি