রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যার ঘটনায় ইরফান হোসেন তুফানকে (১৯) গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর বিভাগের গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তাঁকে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর-১০ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি।
ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, ২০ জানুয়ারি পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশে এলোপাতাড়ি ছুরিকাঘাত মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তাঁর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। ওই দিন মুরাদ নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার ইরফান হোসেন তুফানকে গ্রেপ্তার করা হয়।