হোম > সারা দেশ > ঢাকা

সচিবালয়ের সামনে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের সড়ক অবরোধ

ঢাবি সংবাদদাতা

শাহবাগে আন্দোলন করছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করছে বলে জানা গেছে। আন্দোলনের ১১তম দিনে আজ রোববার সকালে শাহবাগে অবস্থান নেন তাঁরা। শাহবাগের সমাবেশ থেকে আন্দোলনকারীদের চার প্রতিনিধি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করতে যান। তারপর বিকেলে সচিবালয়ের সামনে অবস্থান নেন নিয়োগ বঞ্চিতরা।

আজ সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাঁদের সমাবেশ শুরু হয়। সকাল থেকে প্রার্থীরা সমাবেশে দ্রুত নিয়োগের দাবিতে জড়ো হতে শুরু করেন। দুপুর ১টার পর চারজন প্রতিনিধি মন্ত্রণালয়ে যান। প্রতিনিধিরা হলেন— তালুকদার পিয়াস, জেরিন আক্তার, নাহিদ ইসলাম ও সৌরভ আহমেদ।

শরীয়তপুর থেকে সমাবেশে আসা আলী আযম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মহাসমাবেশ চলমান রয়েছে। পাশাপাশি আলোচনাও চলছে। আমরা সম্মিলিতভাবে এখান থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আদালত আমাদের নিয়োগ বাতিল করেন। বাতিলের পর থেকে আমরা আন্দোলন ও সমাবেশ করে যাচ্ছি। আমরা এই শাহবাগে অনেক দিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। তবুও সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেনি যে, আমাদের নিয়োগ পুনর্বহাল করা হবে। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিলও কেউ করেনি। তাই আমরা আজকে এখানে সমাবেশ করছি।’

এর আগে সচিবালয়ে যাওয়া প্রতিনিধি তালুকদার পিয়াস বলেন, সচিবালয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবদের সঙ্গে আমাদের আলোচনা হবে। আমাদের আলোচনা ও আন্দোলন এক সঙ্গে চলবে। বিকেলে আন্দোলনকারী শিক্ষকেরা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়ার কথা রয়েছে।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ