হোম > সারা দেশ > ঢাকা

হলের গেস্টরুমে বান্ধবীকে নিয়ে ছাত্রলীগ নেতার রাত্রিযাপনের প্রমাণ পায়নি তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি

হলের গেস্টরুমে বান্ধবীকে নিয়ে ছাত্রলীগ নেতার রাতযাপনের অভিযোগের প্রমাণ পায়নি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। তবে ‘সামাজিক উপদ্রব’ তৈরির কারণে তাঁকে হলে সাময়িক অবাঞ্ছিত ঘোষণা এবং কারণ দর্শানোর নোটিশ দিতে বলেছে তদন্ত কমিটি।

হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান শুভর এক বান্ধবীকে নিয়ে রাত্রিযাপনের প্রমাণ পায়নি তদন্ত কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান।

গত ১১ আগস্ট হলের গেস্টরুমে বান্ধবীকে নিয়ে রাত্রি যাপনের অভিযোগ উঠে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। একই সঙ্গে সামাজিক ন্যুইসেন্স তৈরি করার মতো ঘটনা ঘটানোর দায়ে হল থেকে সাময়িক অবাঞ্ছিত করা ও কারণ দর্শানোর সুপারিশ করেছে তদন্ত কমিটি।

হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ আজম ও মো. তৈহিদুল ইসলামের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ (রাত্রি যাপন) বিষয়ে হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। অনানুষ্ঠানিকভাবে জানতে পেরে আমরা ঘটনা সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করেছি; সিসিটিভি ফুটেজ অনুযায়ী ওরা হলে প্রবেশ করেছে ভোর ৫: ৩৪ মিনিটের পরে (অর্থাৎ, সূর্যোদয়ের পরে)। 

তার ভাষ্য অনুযায়ী বান্ধবী রংপুর থেকে রাতের কোচে ঢাকায় আসে। মোহাম্মদপুরে খালার বাসায় যাওয়ার কথা থাকলেও ওই বাসার গেট বন্ধ থাকায় তারা হলের গেস্টরুমে অবস্থান নেয়; হলের গেস্টরুমে অবস্থানকালীন হলের সিকিউরিটি গার্ড, ঝাড়ুদার, ছাত্র ও অন্য কর্মচারীরা কাছাকাছি এলাকায় ছিল। 

হলের ছাত্ররা এ সময় গেস্টরুমের ওয়াশরুমও ব্যবহার করেছে এবং তারা হলের ক্যানটিন থেকে নাশতা এনে খেয়েছে। পরে বেরিয়ে গেছে। 

কমিটির সুপারিশে উল্লেখ করা হয়—প্রাথমিক তদন্তে প্রত্যক্ষ অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু সামাজিক ন্যুইসেন্স (উপদ্রব) তৈরির মতো একটা ঘটনা এই ছাত্র ঘটিয়েছে। ছেলেদের হলে এত ভোরে বান্ধবীকে নিয়ে আসা দৃষ্টিকটু হয়েছে। এমতাবস্থায় আমাদের কমিটি মনে করে, কামরুল হাসান শুভকে হলে সাময়িকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হোক এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হোক। 

সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থী ও যারা হলের সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের সাক্ষাৎকার নিয়েছেন হলের সিনিয়র আবাসিক শিক্ষকেরা, তাতে কোন ধরনের অপরাধ তারা খুঁজে পায়নি। তারপরেও সামাজিক ন্যুইসেন্স তৈরি করার কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’ 

একই সঙ্গে হলের সব শিক্ষার্থীকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান হল প্রাধ্যক্ষ।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত