হোম > সারা দেশ > ঢাকা

ত্রুটিপূর্ণ তথ্য-উপাত্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: সিপিডি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রুটিপূর্ণ তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গত ৬ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৪৬ হাজার কোটি টাকা লাভ করেছে। ভোক্তার ওপর দায় না চাপিয়েও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা যেত বলেও মনে করে সিপিডি। 

আজ বুধবার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন এড়ানো যেত কি?’ শীর্ষক সংলাপে একথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। 

সংলাপে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। 

ড. ফাহমিদা খাতুন বলেন, ‘২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিপিসি ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা লাভ করেছে। বর্তমানে জ্বালানি তেলের দাম বাংলাদেশের চেয়ে নেপাল ও পাকিস্তানে বেশি। জ্বালানি তেলের দাম বাড়ার ক্ষেত্রে সিঙ্গাপুর, হংকং ও জার্মানির তুলনা দেওয়া হয়েছে। এই দেশগুলোর মানুষের মাথাপিছু আয় ৫০ হাজার ডলারের কাছাকাছি। যখন তুলনা করব তখন সে দেশের আর্থসামাজিক অবস্থান ও প্রেক্ষাপট মাথায় রাখা জরুরি।’ 

জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, ‘জ্বালানি তেলের এই মূল্য পুনর্বিবেচনা করা প্রয়োজন। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে। তাদের জন্য খোলা বাজারে পণ্য বিক্রি ও রেশনিং কার্ডের সংখ্যা বৃদ্ধি করতে হবে। সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করার ক্ষেত্রে দুর্নীতি রুখতে হবে।’ 

জ্বালানি তেলের দাম বাড়ার বিভিন্ন নেতিবাচক প্রভাব উল্লেখ করে ফাহমিদা খাতুন বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে প্রথমেই পরিবহন সেক্টরের ভাড়া বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ডিজেলে দাম বৃদ্ধিতে কৃষি পণ্য ও শিল্প উৎপাদনে উৎপাদন খরচ বেড়ে যাবে।’ 

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এড়ানো যেত। সংকট এড়ানো যেত, মূল্যবৃদ্ধির প্রয়োজন পড়ত না। বিপিসি যদি তার হিসাবে স্বচ্ছতা রাখত।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট