হোম > সারা দেশ > ঢাকা

২ ভারতীয় নাগরিকের মোবাইল ছিনতাই, গ্রেপ্তার আরও ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজারে ভোররাতে বাংলাদেশে অধ্যয়নরত দুই ভারতীয় শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। শনিবার রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো—তানভীর আহম্মেদ টিপু (৩২), নয়ন (৩২), আশিকুর রহমান ওরফে শান্ত (৩৬) ও চঞ্চল (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় নাগরিকদের তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালাউদ্দিন খান নাদিম জানান, ভারতীয় নাগরিকদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি মিরপুরের শাহ আলী থানায় একটি মামলা হয়। সেই মামলার ছায়া তদন্তকালে মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ অভিযানে পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ২৩ জানুয়ারি ভোররাতে সিরাজুল মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত ভারতীয় দুই শিক্ষার্থী শাহীল আহমেদ ও আসিফ ইকবাল দুই সপ্তাহের ছুটিতে ভারতে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। ঘটনার সময় সাদা রঙের গাড়িতে করে এসে মুখোশ পরা চার ব্যক্তি ভারতীয় দুই শিক্ষার্থীর পথ রোধ করে। চারজনের মধ্যে দুজন দুই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে, অপর দুজন তাঁদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ, হ্যান্ডব্যাগ, ল্যাপটপ, মোবাইল ফোন, ৫৭ হাজার ভারতীয় রুপি ও ৭৬ হাজার টাকা নিয়ে যায়। 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার