হোম > সারা দেশ > ঢাকা

ভাটারায় বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর ভাটারা পূর্ব নূরেরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২জুলাই) সন্ধ্যায় পূর্ব নুরেরচালা বাজার এলাকার স্কুলে পাশে একটি টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, হালিম শেখ (৫০) ও তার ছেলে হানিফ শেখ (২৪)। এ ছাড়া হালিম শেখের স্ত্রী শিউলি বেগম সামান্য দগ্ধ হয়েছেন। হালিম ডিস লাইনের কাজ করেন। ছেলে হানিফ গাড়িচালক।

শিউলি বেগম জানান, তাদের বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন। সন্ধ্যায় চুলায় রান্না বসিয়ে তিনি পাশের রুমে কাজ করছিলেন। এ সময় সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। রান্না ঘরের পাশেই ছিল বাবা-ছেলে। এতে তাদের দু’জনের শরীরেই আগুন ধরে যায়।

বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকা থেকে দুজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে হালিম শেখের শরীরের ৭০ শতাংস ও হানিফে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত