হোম > সারা দেশ > ঢাকা

ভাটারায় বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর ভাটারা পূর্ব নূরেরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২জুলাই) সন্ধ্যায় পূর্ব নুরেরচালা বাজার এলাকার স্কুলে পাশে একটি টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, হালিম শেখ (৫০) ও তার ছেলে হানিফ শেখ (২৪)। এ ছাড়া হালিম শেখের স্ত্রী শিউলি বেগম সামান্য দগ্ধ হয়েছেন। হালিম ডিস লাইনের কাজ করেন। ছেলে হানিফ গাড়িচালক।

শিউলি বেগম জানান, তাদের বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন। সন্ধ্যায় চুলায় রান্না বসিয়ে তিনি পাশের রুমে কাজ করছিলেন। এ সময় সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। রান্না ঘরের পাশেই ছিল বাবা-ছেলে। এতে তাদের দু’জনের শরীরেই আগুন ধরে যায়।

বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকা থেকে দুজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে হালিম শেখের শরীরের ৭০ শতাংস ও হানিফে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ