হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ৮৪ শতাংশ পোশাক কারখানার বোনাস পরিশোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি 

আশুলিয়ার নরসিংহপুরে শ্রমিকেরা ঈদের ছুটি পেয়ে কারখানা থেকে বের হচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোও যাতে ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ করে, তা নজরদারির মধ্যে রেখেছে শিল্প পুলিশ। এ ছাড়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শতভাগ কারখানা বোনাস পরিশোধ করেছে।

আজ বৃহস্পতিবার শিল্প পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা ইপিজেডে ৯০টিসহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে মোট ৫৫৯টি পোশাক কারখানা রয়েছে। ইপিজেডের বাইরে বিজিএমইএ অন্তর্ভুক্ত কারখানার সংখ্যা ৪০১টি এবং বিকেএমইএ অন্তর্ভুক্ত কারখানার সংখ্যা ৬৮টি।

এর মধ্যে ইপিজেডের সব পোশাক কারখানা বোনাস পরিশোধ করেছে। বিজেএমইএর অন্তর্ভুক্ত ৩৩৫টি ও বিকেএমইএর অন্তর্ভুক্ত ৫০টি কারখানা বোনাস পরিশোধ করেছে। অর্থাৎ ইপিজেডসহ মোট ৪৭৫টি কারখানার শ্রমিক বোনাস বুঝে পেয়েছেন। শতকরা হিসেবে যা দাঁড়ায় প্রায় ৮৪ শতাংশ (৮৩ দশমিক ৪৮ শতাংশ)।

আশুলিয়ার নরসিংহপুরে শ্রমিকেরা ঈদের ছুটি পেয়ে কারখানা থেকে বের হচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

পোশাক কারখানা ছাড়াও এই অঞ্চলে ছোটবড় মিলিয়ে আরও প্রায় ১ হাজার ২০০টি কারখানা রয়েছে। এর মধ্যে ওষুধ, সিরামিক, খাদ্যজাত পণ্য, চামড়া, ইলেকট্রনিকসসহ নানা ধরনের কারখানা, যার ৯০ শতাংশই ইতিমধ্যে বোনাসসহ ঈদের ছুটি দিয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানাসহ অন্যান্য ৯০ শতাংশ কারখানা আজ বেতন–বোনাস পরিশোধ করে ছুটি দিয়েছে। বাকিগুলোর পর্যায়ক্রমে শুক্র ও শনিবার ছুটি হবে। এর আগে ২৫ মার্চ বেশ কিছু কারখানা ছুটি দিয়েছিল। আমরা নজরদারি রেখেছি, কোথাও কোনো বিশৃঙ্খলা এখনো ঘটেনি।’

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই