হলের ক্যানটিনের খাবারের মানোন্নয়ন, ক্যাম্পাসের রাস্তা মেরামতসহ পাঁচটি বিষয়ে পদক্ষেপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখার নেতা–কর্মীরা।
আজ রোববার বেলা ২টার দিকে উপাচার্যের কার্যালয়ে ছাত্রদলের ঢাবি শাখার নেতারা এ স্মারকলিপি দেন। এ সময় সংগঠনটির ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতা–কর্মীদের অনেকে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লিখিত পাঁচ দাবি হলো–আবাসিক হলের ক্যানটিনসমূহে পরিবেশিত খাদ্যের মানোন্নয়ন; হলপাড়া ও কলা ভবনের পেছনের রাস্তার উপযুক্ত মেরামত; ক্যাম্পাসের প্রতিটি ডিপার্টমেন্টে পানির ফিল্টার নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পানির ফিল্টার স্থাপন; বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডধারীদের জন্য ফ্রি ওয়াইফাই চালুকরণ এবং প্রতিটি বিভাগের সেমিনার লাইব্রেরিতে ফটোকপি, প্রিন্টিং ও স্ক্যানিংয়ের সুবিধা নিশ্চিতকরণ।
স্মারকলিপিতে উত্থাপন করা পাঁচটি দাবির মধ্যে প্রথম দাবি নিয়ে উপাচার্য সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রদলের নেতারা। তাঁরা জানান, দ্বিতীয় দাবিটির বাস্তবায়ন আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন উপাচার্য।
তিনি (উপাচার্য) অন্য দাবিগুলো নিয়ে খুব দ্রুত অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ডিনস কমিটির সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের জন্য চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।