হোম > সারা দেশ > ঢাকা

পাঁচ দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন গ্রেড ও পদের নাম পরিবর্তনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় কর্মচারী পরিষদ। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় কর্মচারী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা বৈষম্যের শিকার। আমরা সামাজিক মর্যাদা চাই। ৯ হাজার টাকায় কিছুই হয় না। এখানে স্নাতক-স্নাতকোত্তর পাস করা অনেকেই আছেন। আমরা সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য প্রশাসনিক কর্মকর্তা পদবি এবং ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদানের দাবি জানাই। 

মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলাম তালুকদার মন্টু বলেন, ‘শিক্ষকদের চেয়ে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো দিক দিয়ে কম নয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে আমাদের প্রথম জিজ্ঞেস করে কেমন আছি। আমাদের এসব দাবির সবই যৌক্তিক। দাবি মেনে আমাদের বাঁচান। না হলে আমরা দাবি আদায়ে যা যা করা দরকার সবকিছুই করব।’ এ সময় তিনি দাবি আদায় না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। 

পাঁচ দফা দাবি হলো—তৃতীয় শ্রেণি কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের দ্রুত ব্যবস্থা নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরিবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় কর্মচারী পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন প্রামাণিক, সহসভাপতি নারগিছ নাহার, জুবায়দুর রহমানসহ প্রায় পাঁচ শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই