হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকের বিরুদ্ধে বাজিতপুরে শ্লীলতাহানির অভিযোগ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিন। ছবি: সংগৃহীত

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিনের বিরুদ্ধে আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থানায় অভিযোগ দিয়েছেন এক নারী। এতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। রুহুল আমিন সেখানে একটি ক্লিনিকে সপ্তাহে দুই দিন রোগী দেখেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতি ও শুক্রবার ওই ক্লিনিকে রোগী দেখেন রুহুল আমিন। এ জন্য ওই ভবনে রাত্রিযাপন করতেন তিনি। ওই ভবনের কিছু অংশ আবাসিক হিসেবেও ব্যবহৃত হয়। একপর্যায়ে একটি বাসার ওই তরুণীকে কুপ্রস্তাব দেন ওই চিকিৎসক। একপর্যায়ে তাঁকে শ্লীলতাহানি করেন।

এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন অভিযোগ অস্বীকার করেন এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন অভিজিৎ শর্মা বলেন, ‘ভুক্তভোগীর সুবিচার পাওয়ার জন্য আমার পক্ষে যা সম্ভব সবটুকু করব।’

এ বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ওয়াদুদ চৌধুরী বলেন, রুহুল আমিনের বিষয়টি তাঁর একান্তই ব্যক্তিগত।

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর