হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকের বিরুদ্ধে বাজিতপুরে শ্লীলতাহানির অভিযোগ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিন। ছবি: সংগৃহীত

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিনের বিরুদ্ধে আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থানায় অভিযোগ দিয়েছেন এক নারী। এতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। রুহুল আমিন সেখানে একটি ক্লিনিকে সপ্তাহে দুই দিন রোগী দেখেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতি ও শুক্রবার ওই ক্লিনিকে রোগী দেখেন রুহুল আমিন। এ জন্য ওই ভবনে রাত্রিযাপন করতেন তিনি। ওই ভবনের কিছু অংশ আবাসিক হিসেবেও ব্যবহৃত হয়। একপর্যায়ে একটি বাসার ওই তরুণীকে কুপ্রস্তাব দেন ওই চিকিৎসক। একপর্যায়ে তাঁকে শ্লীলতাহানি করেন।

এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন অভিযোগ অস্বীকার করেন এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন অভিজিৎ শর্মা বলেন, ‘ভুক্তভোগীর সুবিচার পাওয়ার জন্য আমার পক্ষে যা সম্ভব সবটুকু করব।’

এ বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ওয়াদুদ চৌধুরী বলেন, রুহুল আমিনের বিষয়টি তাঁর একান্তই ব্যক্তিগত।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ