হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনা সিদ্ধান্ত দিলেই ছাত্রলীগের সম্মেলন: জয়-লেখক

ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, ‘ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সম্মেলনের সিদ্ধান্ত হলে নেত্রী (শেখ হাসিনা) জানাবেন। নেত্রী যেদিন তারিখ ঘোষণা করবেন, সেদিন সম্মেলন হবে।’ আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তাঁরা।

ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলনের সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিক বিবৃতি দেব। এখনো সম্মেলনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে এখন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কিছু নেই। যখন সম্মেলনের তারিখ ঘোষণা হবে, আমরা সম্মেলনের প্রস্তুতি নেব, সেসব কার্যক্রম শুরুর আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে দেব।’

সম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে জয়-লেখক বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) যা জানিয়েছেন, আপনারা (সাংবাদিকেরা) তা ভুলভাবে উপস্থাপন করেছেন। তিনি (ওবায়দুল কাদের) আওয়ামী লীগের সেক্রেটারি। সামনে যেহেতু আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে, সেহেতু আওয়ামী লীগের সম্মেলনের আগে সব সহযোগী সংগঠন যেগুলো মেয়াদোত্তীর্ণ, নেত্রীর সঙ্গে কথা বলে সেগুলোর তারিখ নির্ধারণ করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়েছে। কবে সম্মেলন হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।’

জয়-লেখক অভিযোগ করে বলেন, স্বার্থান্বেষী মহল ও তাদের কিছু পেইড সাংবাদিক সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ভুল ভাবে উপস্থাপন করে বিভ্রান্ত করছেন। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা