হোম > সারা দেশ > ঢাকা

ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়াতে জটিলতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়াতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ব্যয় না বাড়িয়ে ইভিএম প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর একটি প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। ইসি সচিবালয়ের উচ্চপর্যায়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, প্রকল্পটি শেষ করা নিয়ে কিছু জটিলতা আছে। তাই কমিশন তাড়াহুড়ো করে প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এতেও জটিলতা হতে পারে। কারণ, বাজেট ঘোষণার আগে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি। আবার এর জন্য কোনো বরাদ্দও চাওয়া হয়নি। তাই বাজেটের আগে প্রকল্পটি সমাপ্ত দেখানো হয়েছে এবং প্রকল্পের টাকা সরকারি কোষাগারে চলে গেছে। এখন পরিকল্পনা মন্ত্রণালয়কে আগে প্রকল্পটি সমাপ্ত থেকে কেটে চলমান তালিকায় আনতে হবে। তারপর মেয়াদ বাড়াবে।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, গতকাল বুধবার প্রস্তাবটি পাঠানো হয়েছে। তিনি বলেন, ব্যয় না বাড়িয়ে ইভিএম প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়াতে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, দেড় লাখ ইভিএম কিনতে ২০১৮ সালে ৩ হাজার ৮২৫ কোটি টাকার প্রকল্প পাস করা হয়েছিল। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। পরে ব্যয় না বাড়িয়ে ইসি এর মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত করে। বর্তমানে ৪০ থেকে ৪৫ হাজার ইভিএম ভালো আছে। বাকি ১ লাখ ৫ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ব্যবহারের উপযোগী নয়। নষ্ট হয়ে পড়ে থাকা এসব ইভিএমের মূল্য আনুমানিক ২ হাজার ৭০০ কোটি টাকা। এসব ইভিএম মেরামত করতে প্রচুর অর্থ ও সময়ের প্রয়োজন।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব