হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কারা অভ্যন্তরে হঠাৎ অচেতন হয়ে পড়লে শহিদুল ইসলাম (৬৩) নামে ওই কয়েদিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত্যুবরণকারী কয়েদি শহিদুল ইসলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নারায়ণপুর গ্রামের আব্দুল করিম মণ্ডলের ছেলে। তাঁর কয়েদি নম্বর ছিল-৩৩২৩/এ। শহিদুল ইসলাম রাজধানীর নিউমার্কেট থানার বিডিআর বিদ্রোহ মামলার মামলা নম্বর-৯ (৪)০৯—এর আসামি ছিলেন। এ মামলায় আদালত তাঁকে ৪৭ বছরের কারাদণ্ড প্রদান করেন। তিনি বিডিআরের সাবেক সদস্য। তাঁকে ২০১৬ সালে ২৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার–কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আনা হয়েছিল। 

জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ‘কয়েদি শহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে কারা অভ্যন্তরে হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে শহিদুল ইসলামকে বিকেল ৪টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন