হোম > সারা দেশ > রাজবাড়ী

স্ত্রীকে নিতে এসে শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীকে নিতে এসে শ্বশুরবাড়িতে বাবু মৃধা (২২) নামের এক জামাইয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে শ্বশুরবাড়িতে একটি গাছের সঙ্গে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত যুবক গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সমির মৃধাপাড়ার ইদ্রিস মৃধার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বাবু মৃধার সঙ্গে উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকার আবুল শেখের মেয়ে সেতুর (১৯) বিয়ে হয়। বিয়ের ৪ মাসের মধ্যে বাবু তাঁর স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান। তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় কয়েক মাস ভাড়াবাড়িতে থাকলেও কিছুদিন ধরে শ্বশুরবাড়িতে থাকতেন। তবে তিনি পুনরায় বাড়ি ফিরে আসতে চেয়েছিলেন। 

বাবু মৃধার বাবা ইদ্রিস মৃধা বলেন, ‘গতকাল রোববার বাবু আমার বাড়িতে এসেছিল। রাতে আমরা একসঙ্গে ভাত খাই। সে পুনরায় বাড়ি ফিরে আসবে বলে আমাকে জানায়। সোমবার সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসবে বলে রাতেই শ্বশুরবাড়িতে চলে যায়। পরদিন তাঁর শ্বশুরবাড়ির পাশের এক লোক জানায় বাবু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।’ 

ইদ্রিস মৃধা আরও বলেন, ‘বাবু ওর স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার পরও আমি চেষ্টা করেছি ওদের আমার সঙ্গে রাখতে। এ বিষয়ে ওর শ্বশুর আবুলকে বহুবার আমার বাড়িতে এসে ওদের বোঝানোর জন্য বলেছি। কিন্তু তিনি একবারও আসেননি। এমনকি বাবুর মৃত্যুর খবরটিও তিনি বা তাঁর পরিবারের কেউ আমাকে জানায়নি।’ 

ইদ্রিস মৃধা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বাবুর মরদেহ ঝুলন্ত ছিল না। একটা নিচু আমগাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দাঁড়িয়ে ছিল। সে আত্মহত্যা করতে পারে না। তার তো বাড়িতে ফিরে এসে আমাদের সকলের সঙ্গে মিলেমিশে বসবাস করার কথা ছিল।’ 

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা