হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে দ্রুতগতির ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-১ নম্বর গোলচত্বরে তিনটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে একটি প্রাইভেট কার ও একটি বিএমডব্লিউ গাড়ি দ্রুতগতিতে গুলশান ১ নম্বরের গোলচত্বরের দিকে আসছিল। এ সময় মহাখালীর দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে অপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। 

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে গুলশান মোড়ে তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন বলে জেনেছি। তিনটি গাড়ির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভির একটি গাড়ি। তবে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ দেননি। ৭১ টিভির গাড়িটি তারা নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত একটি গাড়ি থানায় আনা হয়েছে। কেউ যদি অভিযোগ দেয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান এই কর্মকর্তা। 

এদিকে আহতদের বিষয়ে ঢাকা মেডিকেলে খোঁজ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘গুলশানে দুর্ঘটনায় আহত কোনো রোগী আসেনি। হয়তো পুলিশ তাঁদের হাসপাতালে পাঠালেও তাঁরা অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’ 

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত