সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার (১৮ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
তাজুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক হাবিবুর রহমান।
আবেদনে বলা হয়, তাজুল ইসলামের বিরুদ্ধে বিপুল অর্থ অবৈধভাবে মালিক হওয়ার অভিযোগের অনুসন্ধান চলমান। সংশ্লিষ্ট ব্যক্তির বিচারিক প্রক্রিয়া এড়াতে যেকোনো সময় দেশত্যাগ করার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর বিদেশ গমনের সুযোগ রহিত করা প্রয়োজন।