হোম > সারা দেশ > ঢাকা

১১৬ ধর্মীয় বক্তার বিরুদ্ধে অনুসন্ধান নয়, শ্বেতপত্র পরীক্ষা করছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১১৬ জন ধর্মীয় বক্তার বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) শ্বেতপত্র জমা দিয়েছিল ঘাতক দালাল নির্মূল কমিটি। এ বিষয়ে দুদক এখনো কোনো অনুসন্ধানে নামেনি। শুধু শ্বেতপত্রটি যাচাই করছে। এর আগেই কয়েকটি গণমাধ্যমে দুদক অনুসন্ধানে নেমেছে বলে খবর প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার দুদকের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, এ নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দুদক ঘাতক দালাল নির্মূল কমিটির দেওয়া শ্বেতপত্রটি পরীক্ষা করে সংক্ষিপ্তসার কমিশনে উপস্থাপনের জন্য অভ্যন্তরীণ কমিটি করেছে। 
 
ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সচিব বলেন, ‘শ্বেতপত্রটি পরীক্ষা করে কমিশনে উপস্থাপন করাই কমিটির কাজ। আলেমদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের বিষয়ে অনুসন্ধানের কোনো দায়িত্ব তাঁদের দেওয়া হয়নি। এমনকি কোনো অনুসন্ধানের সিদ্ধান্তও হয়নি।’ 

মাহবুব হোসেন আরও জানান, দুদক হটলাইন কিংবা সরাসরি পত্রযোগে কোনো অভিযোগ পেলে তা প্রথমে পরীক্ষা করে। তাতে অভিযোগটিতে দুর্নীতির উপাদান পাওয়া গেলেও তা দুদকের তফসিলভুক্ত হলেই অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। 

তিনি বলেন, আলেমদের বিরুদ্ধে পাওয়া শ্বেতপত্রটির ক্ষেত্রেও তাই ঘটছে। আগে যাচাই, তারপর তফসিলভুক্ত হলে অনুসন্ধানে যাবে।

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি