হোম > সারা দেশ > ঢাকা

বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় ২ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। একটি মামলার বাদী রুবেল হোসেন নামে বাঙলা কলেজের এক শিক্ষার্থী এবং অপর মামলার বাদী হলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির স্টাফ মো. মহিদুর রহমান। 

গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় মামলা দুটি রুজু হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর বাশার। 

আমিনুর বাশার বলেন, ‘গতকাল যারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন, তাঁদের বিরুদ্ধে এই দুটি মামলা দায়ের হয়েছে। মামলা দুটির বিষয়ে আমাদের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

মামলা সূত্রে জানা যায়, রুবেল হোসেন নামে শিক্ষার্থীর করা মামলায় অভিযোগ আনা হয় মোটরসাইকেল অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের মারধর করার। এই মামলার এজাহারনামীয় ১২০ জন ও অজ্ঞাত আসামি ৪০০-৫০০ জন। অন্যদিকে কলেজ স্টাফ মো. মহিদুর রহমানের করা মামলায় অভিযোগ করা হয় কলেজে ভাঙচুর ও কলেজের স্টাফদের মারধরের। এই মামলায় এজাহারনামীয় আসামি ১০৭ জন ও অজ্ঞাত আসামি ৪০০-৫০০ জন।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১