হোম > সারা দেশ > গাজীপুর

দুই ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ, প্রাণে বেঁচে গেল যাত্রীরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীর বরামা এলাকায় শীতলক্ষ্যা নদীতে দুটি ইঞ্জিন চালিত দুই নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ সংঘর্ষের ঘটনায় কোন হতাহত বা কেউ নিখোঁজের খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ঘটনা ঘটে। 

বরমী ইউনিয়নের পরিষদের সদস্য আলী আমজাদ মণ্ডিত বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে পাঁচটার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা বরমী ঘাটের দিকে যাচ্ছিল। নৌকাটিতে ৩০ থেকে ৪০ জন কিশোর ও যুবকের পিকনিকের আয়োজন চলছিল। একই সময় অপর একটি নৌকা সিংহশ্রী ঘাট থেকে নদীর অন্য পাড় বরামা ঘাটে আসার পথে মাঝ নদীতে এলে পিকনিকের নৌকাটি ওই নৌকার মাঝ বরাবর তুলে দেয়। এতে পিকনিকের নৌকায় থাকা কিশোররা নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে ঘাট থেকে অন্য নৌকাগুলো এসে নদী থেকে তাঁদের উদ্ধার করে। এতে কোন ধরনের হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। 

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকার সংঘর্ষের ঘটনা কেউ কোন ধরনের নিখোঁজের অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, নৌকা ডুবির ঘটনা শুনেছি। তবে এঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি। সবাই সাঁতরে তীরে উঠেছে পেরেছে। 

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, দুই নৌকার সংঘর্ষের বিষয়টি কেউ থানায় অবহিত করেনি। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ