গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীর বরামা এলাকায় শীতলক্ষ্যা নদীতে দুটি ইঞ্জিন চালিত দুই নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ সংঘর্ষের ঘটনায় কোন হতাহত বা কেউ নিখোঁজের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ঘটনা ঘটে।
বরমী ইউনিয়নের পরিষদের সদস্য আলী আমজাদ মণ্ডিত বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে পাঁচটার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা বরমী ঘাটের দিকে যাচ্ছিল। নৌকাটিতে ৩০ থেকে ৪০ জন কিশোর ও যুবকের পিকনিকের আয়োজন চলছিল। একই সময় অপর একটি নৌকা সিংহশ্রী ঘাট থেকে নদীর অন্য পাড় বরামা ঘাটে আসার পথে মাঝ নদীতে এলে পিকনিকের নৌকাটি ওই নৌকার মাঝ বরাবর তুলে দেয়। এতে পিকনিকের নৌকায় থাকা কিশোররা নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে ঘাট থেকে অন্য নৌকাগুলো এসে নদী থেকে তাঁদের উদ্ধার করে। এতে কোন ধরনের হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, নৌকা ডুবির ঘটনা শুনেছি। তবে এঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি। সবাই সাঁতরে তীরে উঠেছে পেরেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, দুই নৌকার সংঘর্ষের বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।