রাজধানীর রামপুরা এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ সকালে প্রথমে ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করে। পরে তাঁদের সঙ্গে যোগ দেয় ঢাকা কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বি এফ শাহীন কলেজ (কুর্মিটোলা), সিটি কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বিটিভি সংলগ্ন রামপুরা বাজার ও বনশ্রী-আফতাবনগর এলাকায় প্রবেশ মুখে অবস্থান নিয়ে গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। তাঁরা সব ধরনের যানবাহন আটকে কাগজপত্র পরীক্ষা করছেন। তবে জরুরি চলাচলের জন্য রিকশা, অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ গণপরিবহন চলতে দিচ্ছে। এ সময় তাঁদের কোন বিক্ষোভ করতে বা স্লোগান দিতে দেখা যায়নি।
গত রাত সাড়ে ১০টায় রামপুরায় অনাবিল পরিবহনের চাপায় মাইনুদ্দিন ইসলাম নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়, আহত হয় আরও একজন। এই ঘটনার প্রতিবাদে জনতা বিক্ষুব্ধ হয়ে ৮টি গাড়িতে আগুন ও ৪টি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীদের আজকের এই সড়ক অবরোধ কর্মসূচি।