হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় সড়ক অবরোধ, রাস্তায় সাত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরা এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ সকালে প্রথমে ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করে। পরে তাঁদের সঙ্গে যোগ দেয় ঢাকা কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বি এফ শাহীন কলেজ (কুর্মিটোলা), সিটি কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা। 

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বিটিভি সংলগ্ন রামপুরা বাজার ও বনশ্রী-আফতাবনগর এলাকায় প্রবেশ মুখে অবস্থান নিয়ে গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। তাঁরা সব ধরনের যানবাহন আটকে কাগজপত্র পরীক্ষা করছেন। তবে জরুরি চলাচলের জন্য রিকশা, অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ গণপরিবহন চলতে দিচ্ছে। এ সময় তাঁদের কোন বিক্ষোভ করতে বা স্লোগান দিতে দেখা যায়নি। 

শাওন নামের এক শিক্ষার্থীর বক্তব্য, কয়দিন পরে পরেই সড়কে আমাদের প্রাণ দিতে হচ্ছে। এভাবে চলতে পারে না। নিরাপদ সড়কের দাবিতে আমাদের আর কত আন্দোলন করতে হবে? রুবেল নামের আরেক শিক্ষার্থী এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে। 

গত রাত সাড়ে ১০টায় রামপুরায় অনাবিল পরিবহনের চাপায় মাইনুদ্দিন ইসলাম নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়, আহত হয় আরও একজন। এই ঘটনার প্রতিবাদে জনতা বিক্ষুব্ধ হয়ে ৮টি গাড়িতে আগুন ও ৪টি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীদের আজকের এই সড়ক অবরোধ কর্মসূচি।

 

 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন