হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আমরা ইউক্রেন যুদ্ধের খেসারত দিচ্ছি: তৌফিক-ই-ইলাহী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘আমাদের গ্যাস সংকট চলছে। গ্যাসের যদি আকাশচুম্বী দাম না হতো তাহলে দেশে গ্যাস বিদ্যুতের কোনো অভাব হতো না। ইউক্রেন যুদ্ধের খেসারত আমরা দিচ্ছি। তাই সীমিত আকারে গ্যাস বিদ্যুৎ ব্যবহারে জোড় দিচ্ছি। আমদানি কমিয়ে আনার চেষ্টা চলছে।’

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সিসি ক্যামেরার সাহায্যে মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জ্বালানি আমদানির দামের বিষয়ে বলেন, ‘আগে যেটা পাঁচ টাকায় কিনেছি সেটা এখন ত্রিশ টাকা। দাম ছয় গুন বেড়ে গেছে। এখানে আমাদের হাত নেই। দাম যত দিন বেশি থাকবে তত দিন আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

এ জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস সরবরাহের ক্ষমতা আমাদের আছে। সমস্যা হচ্ছে দাম আকাশচুম্বী। আমরা তো ইউরোপ নই, নির্ধারিত আয়ের মধ্যেই থাকতে হবে। গ্যাসের দাম কত দিন বাড়তি থাকবে কেউ জানে না। যারা যুদ্ধ করছে তারা বলতে পারবে। এই যুদ্ধে লাভবান হচ্ছে যারা তেল রপ্তানি করে। আমরা ছোট দেশ, তাই নিজেদের গুছিয়ে রাখি।’

বিশেষ অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, ‘অবৈধ সংযোগের ক্ষেত্রে আমরা এত দিন জরিমানা করেছি। এখন থেকে জরিমানার পাশাপাশি সাজাও দেওয়া হবে। পেট্রোবাংলা ও তিতাসের সঙ্গে থেকে যদি কেউ এই কাজে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় এবং ফৌজদারি মামলা হবে। সাধারণ মানুষের থেকে ডাবল সাজা তার।’

পেট্রোবাংলার চেয়ারম্যান আরও বলেন, ‘প্রথমবার অপরাধ করলে তিন মাস কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা। বাণিজ্যিক ক্ষেত্রে এই সাজার মেয়াদ আরও বেশি। তখন প্রথমবারে ছয় মাস কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড। শিল্প ও সিএনজির ক্ষেত্রে এক বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা। গৃহস্থালির সংযোগ নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করলে তিন মাস কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা। সকল অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ দণ্ড হবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—তিতাসের এমডি হারুনুর রশিদ, বিকেএমইএর  নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ