হোম > সারা দেশ > ঢাকা

৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে সিঙ্গারের আগুন

প্রতিনিধি, সাভার

সাভারের হেমায়েতপুরে সিঙ্গার কারখানার গোডাউনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) মানিকউজ্জামান। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১টার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত না করে কিছু বলা যাবেনা। তদন্ত করলেই আমরা বিস্তারিত সব বলতে পারবো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারি পরিচালক (অপারেশন) মানিকুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন স্থান থেকে একাধিক ইউনিট রওনা দিলেও স্পটে কাজ করেছে আসলে ৮টি ইউনিট। এর চেয়ে বেশি যে ইউনিটগুলো এখানে পৌছেছিল তাঁদের কাজ শুরু করার আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সিঙ্গার বাংলাদেশের ওয়্যারহাউস ম্যানেজার মৃণাল কান্তি আজকের পত্রিকাকে বলেন, ওয়্যারহাউস অনেক কিছুই ছিল। কত টাকার ক্ষতি হয়েছে সেই আর্থিক পরিমাণ আমি বলতে পারব না। কারণ আমার কাছে এগুলোর মূল্যের ব্যাপারে তথ্য নেই। করপোরেট অফিস থেকে জানতে হবে। 

জানা যায়, প্রায় সাড়ে ১২ হাজার বর্গফুটের এই ওয়্যারহাউস অন্য ব্যক্তির নিকট থেকে ভাড়া নিয়েছিল সিঙ্গার। এই পুরো ওয়্যারহাউসে থাকা সকল ইলেকট্রনিক সামগ্রী আগুনে পুড়ে গেছে। 

আগুন নিয়ন্ত্রণে আসার পর হেমায়েতপুরের জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয়মুখী লেন খুলে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার