হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর গ্রিনরোডে ভবন থেকে সানসেট ভেঙে পড়ে আহত ২ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগান গ্রিনরোডে একটি বহুতল ভবন থেকে সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

আহতেরা হলেন—ওই এলাকার কম্পিউটার দোকান মালিক শফিকুল ইসলাম (৪০) ও রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল হক (৫০)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের হাসপাতালে নিয়ে আসা রূপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, গ্রিনরোডে তাঁদের রূপসা রেস্টুরেন্ট নামে একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর ম্যানেজার এনামুল হক। আর শফিকুল ইসলাম ওই রেস্তোরাঁর পাশের সায়মা কম্পিউটার-এর মালিক। 

আরিফুল জানান, এনামুল ও শফিকুল গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালের পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজেদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় রাস্তার পাশের খাজা হোটেলের ছয়তলা ভবনের সানসেট ভেঙে তাঁদের মাথায় পড়লে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা তাঁদের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুজনের মাথায় আঘাত লেগেছে। তাঁদের দুজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। 

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, ‘জানতে পেরেছি একটি পুরাতন ভবনের সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার