হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর গ্রিনরোডে ভবন থেকে সানসেট ভেঙে পড়ে আহত ২ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগান গ্রিনরোডে একটি বহুতল ভবন থেকে সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

আহতেরা হলেন—ওই এলাকার কম্পিউটার দোকান মালিক শফিকুল ইসলাম (৪০) ও রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল হক (৫০)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের হাসপাতালে নিয়ে আসা রূপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, গ্রিনরোডে তাঁদের রূপসা রেস্টুরেন্ট নামে একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর ম্যানেজার এনামুল হক। আর শফিকুল ইসলাম ওই রেস্তোরাঁর পাশের সায়মা কম্পিউটার-এর মালিক। 

আরিফুল জানান, এনামুল ও শফিকুল গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালের পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজেদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় রাস্তার পাশের খাজা হোটেলের ছয়তলা ভবনের সানসেট ভেঙে তাঁদের মাথায় পড়লে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা তাঁদের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুজনের মাথায় আঘাত লেগেছে। তাঁদের দুজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। 

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, ‘জানতে পেরেছি একটি পুরাতন ভবনের সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ