হোম > সারা দেশ > ঢাকা

ঈদের ছুটিতেও বিজয় সরণিতে নিত্যদিনের যানজট   

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরতে বের হওয়া মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে বিজয় সরণি ও মহাখালী বাস টার্মিনাল এলাকায়। এই এলাকার সড়কগুলোতে পথচারীদের গন্তব্য পৌঁছতে কিছু সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনসাধারণ ও যানবাহনের চাপ বাড়তে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট  এলাকার ট্রাফিক কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্যরা। 

রাত নয়টায় বিজয় সরণিতে নিত্য দিনের মতো যানজটের কথা জানিয়েছেন শের ই বাংলা নগর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সিকান্দার। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'বিজয় সরণি মোড়ে ট্রাফিক দেখলে ঈদের দিন মনে হবে না। এর আগে ঈদের দিনে এই এলাকায় এত যানজট দেখিনি। এই সময় আমরা মূলত রাস্তায় জিকজ্যাক দিয়ে রাখি। তাতেই কাজ হয়। কিন্তু পরিস্থিতি একেবারেই ভিন্ন। সব অফিসার ও ট্রাফিক সদস্যদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে,তারা কাজ করছেন স্বাভাবিক দিনের মতো। রাস্তা ছাড়ার উপায় নেই।'

বাণিজ্যিক বড় গাড়ি কম থাকলেও অসংখ্য প্রাইভেটকার ও সিএনজি নেমেছে রাস্তায়। এইসময়  বিজর সরণি মোড় অতিক্রম কর‍তে হলে এই সড়কের পথচারীদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তা। 

এদিকে মহাখালী  এলাকাতেও ঘুরতে বের হওয়া মানুষের চাপ বাড়ার কথা জানিয়েছেন মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মহাখালী বাস টার্মিনাল এলাকায় গাড়ির কিছুটা চাপ আছে। এই পথে চলাচলকারীদে কিছু সময় আটকে থাকতে হচ্ছে। তবে এটা তীব্র কোনো যানজট নয়। ঈদের দিন মানুষ ঘুরতে বেড়িয়েছে। যার প্রভাব দেখা গেছে বনানী পর্যন্ত। 

তবে উত্তরা ও বিমানবন্দর সড়কে তুলনমূলক গাড়ির চাপ কম। এই সড়কে প্রাইভেটকারের যাতায়াত বেশি। বাণিজ্যিক কোনো বড় গাড়ি দেখা না যাওয়ার কথা বলেছেন উত্তর ট্রাফিক জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. আবুল হোসেন। 

গুলশান,মিরপুর এলাকাতেও পথে যানবাহনের চাপ আছে। তবে সিগ্যান অতিক্রম করার সময় দুই থেকে চার মিনিটের বেশি অপেক্ষা কর‍তে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট