হোম > সারা দেশ > ঢাকা

সনদ দেওয়ার ক্ষমতা চান সংরক্ষিত আসনের কাউন্সিলরেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদানের ক্ষমতা না থাকার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সংরক্ষিত আসনের কাউন্সিলরেরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া সাম্প্রতিক এক আদেশের বিপরীতে আজ মঙ্গলবার এ রিট করা হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা আলম, সাহেদা বেগম ও নাসরিন রশিদ পুতুলের পক্ষে মঙ্গলবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট করেন। আবেদনে আইন সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিবকে বিবাদী করা হয়। 

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবের জারি করা এক আদেশে বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র দেওয়ার দায়িত্ব বিধি অনুসারে সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলরদের ওপর অর্পিত। এ জাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কউন্সিলরদের দেওয়ার আইনগত সুযোগ নেই। 

এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার। কিন্তু সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সনদ প্রদান না করতে আদেশ জারি করেছে সিটি করপোরেশন। তাই কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা বিধিমালা-২০১২–এর ৩ (৩) অনুসারে সিটি করপোরেশনের দাপ্তরিক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। বিধিমালার ৩ (৩) এবং সিটি করপোরেশনের আদেশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জনতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে আবেদনে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার