হোম > সারা দেশ > ঢাকা

সনদ দেওয়ার ক্ষমতা চান সংরক্ষিত আসনের কাউন্সিলরেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদানের ক্ষমতা না থাকার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সংরক্ষিত আসনের কাউন্সিলরেরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া সাম্প্রতিক এক আদেশের বিপরীতে আজ মঙ্গলবার এ রিট করা হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা আলম, সাহেদা বেগম ও নাসরিন রশিদ পুতুলের পক্ষে মঙ্গলবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট করেন। আবেদনে আইন সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিবকে বিবাদী করা হয়। 

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবের জারি করা এক আদেশে বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র দেওয়ার দায়িত্ব বিধি অনুসারে সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলরদের ওপর অর্পিত। এ জাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কউন্সিলরদের দেওয়ার আইনগত সুযোগ নেই। 

এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার। কিন্তু সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সনদ প্রদান না করতে আদেশ জারি করেছে সিটি করপোরেশন। তাই কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা বিধিমালা-২০১২–এর ৩ (৩) অনুসারে সিটি করপোরেশনের দাপ্তরিক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। বিধিমালার ৩ (৩) এবং সিটি করপোরেশনের আদেশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জনতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে আবেদনে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন