হোম > সারা দেশ > ঢাকা

সনদ দেওয়ার ক্ষমতা চান সংরক্ষিত আসনের কাউন্সিলরেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদানের ক্ষমতা না থাকার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সংরক্ষিত আসনের কাউন্সিলরেরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া সাম্প্রতিক এক আদেশের বিপরীতে আজ মঙ্গলবার এ রিট করা হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা আলম, সাহেদা বেগম ও নাসরিন রশিদ পুতুলের পক্ষে মঙ্গলবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট করেন। আবেদনে আইন সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিবকে বিবাদী করা হয়। 

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবের জারি করা এক আদেশে বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র দেওয়ার দায়িত্ব বিধি অনুসারে সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলরদের ওপর অর্পিত। এ জাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কউন্সিলরদের দেওয়ার আইনগত সুযোগ নেই। 

এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার। কিন্তু সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সনদ প্রদান না করতে আদেশ জারি করেছে সিটি করপোরেশন। তাই কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ-সুবিধা বিধিমালা-২০১২–এর ৩ (৩) অনুসারে সিটি করপোরেশনের দাপ্তরিক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। বিধিমালার ৩ (৩) এবং সিটি করপোরেশনের আদেশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জনতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে আবেদনে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব