হোম > সারা দেশ > শরীয়তপুর

বিএনপির অবস্থা এখন ফিটনেসবিহীন ঠেলা গাড়ির মতো: উপমন্ত্রী শামীম 

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

বিএনপির অবস্থা এখন ফিটনেসবিহীন ঠেলা গাড়ির মতো বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। আজ রোববার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

এ সময় উপমন্ত্রী বলেন, ‘আমরা ১৪ বছর ক্ষমতায় থেকেও শরীয়তপুরে বিএনপির নেতা-কর্মীদের একটা ফুলের টোকা দিই নাই। শরীয়তপুরে বিএনপির নেতারা শান্তিতে বসবাস করছে। আন্দোলন করার সক্ষমতা বহু আগেই হারিয়েছে বিএনপি। বিএনপির অবস্থা এখন ফিটনেসবিহীন ঠেলা গাড়ির মতো। তাদের শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছে।’ 

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এনামুল হক শামীম বলেন, ‘এই উপজেলা ভবনের কর্মকর্তা কর্মচারীদের কাছে ভেদরগঞ্জ উপজেলার সর্বসাধারণের পূর্ণ সেবা নিশ্চিত করতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমরা শপথ নিচ্ছি, সব বীর মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ করে তাদের এ ষড়যন্ত্র রুখে দেব।’ 

উপমন্ত্রী বলেন, ‘বারবারই প্রমাণিত হয়েছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, জননেত্রী শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ 

উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ। 

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট