হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সরকারি গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তাকবীর উদ্দীন রাকিবের (৩০) ভাড়া বাসা থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি ও ২৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় যুবলীগ নেতা এ কে এম ইউসুফ মনি হত্যা মামলার আসামি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের হারুয়া এলাকার মানিক ফকিরের গলির তাকবীর উদ্দীন রাকিবের ভাড়া বাসা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দাউদ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাকবীর উদ্দীন রাকিব সরকারি গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক বলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ দাউদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হারুয়া এলাকার মানিক ফকিরের গলির একটি ভাড়া বাসায় কিছু লোক অস্ত্র সংগ্রহ করছে। তারা বিভিন্ন জায়গা থেকে কিছু লোক সংগ্রহ করছে এবং অস্ত্র তৈরি করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানুষের মনে ভীতি সৃষ্টি করার জন্য তারা এই অস্ত্র ব্যবহার করবে। পরে আমার নেতৃত্বে পুলিশের একটি দল হারুয়া এলাকার মানিক ফকিরের গলির একটি বাসায় অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতরের লোকজন বিদ্যুতের লাইন বন্ধ করে পালিয়ে যায়। পরে পুলিশ দেয়াল টপকে ভেতরে ঢুকে অস্ত্রের কারখানার সন্ধান পায়। এ সময় ৬ বোরের একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, একাধিক চাইনিজ কুড়াল, ছোরা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এছাড়া এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম, মদ ও গাঁজা উদ্ধার করে পুলিশ।’

ওসি আরও বলেন, ‘বাসাটির মালিক আব্দুল মালেক নামের এক ব্যক্তি। তিনি এখানে থাকেন না। তাঁর প্রতিবন্ধী ছেলে ফারুক বাসাটির তত্ত্বাবধান করেন। কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক তাকবীর উদ্দীন রাকিব বাসাটি তাঁর কাছ থেকে ভাড়া নেন। এই বাসায় থেকে রাকিব দলীয় ও নাশকতার কার্যক্রম পরিচালনা করেন। এই সংবাদের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করি।’

মোহাম্মদ দাউদ জানান, রাকিব বাসাটি ভাড়া নিয়ে অস্ত্র তৈরি করে আসছিল এমন আলামত পাওয়া গেছে। রাকিবের বাসাও একই এলাকায়। তিনি হারুয়া এলাকার মৃত আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে। রাকিবকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট