হোম > সারা দেশ > ঢাকা

পার্বত্য তিন জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির সব অবৈধ ইটভাটার কার্যক্রম আগামী সাত দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের বেঞ্চ এ আদেশ দেন।
 
চট্টগ্রামের জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে আদেশ বাস্তবায়নের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আদেশে। এ ছাড়া লাইসেন্সবিহীন সব ইটভাটার তালিকা করে আগামী ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

অবৈধভাবে পরিচালিত ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, তিন জেলার ডিসি, এসপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে তিন জেলার ইটভাটা লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে এবং পাহাড়ের মাটি কাঁচামাল ও বনের গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট করে। মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই