হোম > সারা দেশ > ঢাকা

পার্বত্য তিন জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির সব অবৈধ ইটভাটার কার্যক্রম আগামী সাত দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের বেঞ্চ এ আদেশ দেন।
 
চট্টগ্রামের জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে আদেশ বাস্তবায়নের বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে আদেশে। এ ছাড়া লাইসেন্সবিহীন সব ইটভাটার তালিকা করে আগামী ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

অবৈধভাবে পরিচালিত ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, তিন জেলার ডিসি, এসপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে তিন জেলার ইটভাটা লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে এবং পাহাড়ের মাটি কাঁচামাল ও বনের গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট করে। মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক