হোম > সারা দেশ > ঢাকা

কাওয়ালি গেয়েই ঢাবির টিএসসি ছাড়ল ব্যান্ড ‘সিলসিলা’

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি গানের আসর হামলা করে পণ্ড করে দেওয়ার প্রতিবাদে আবারও কাওয়ালি গানের আসর করেছে আয়োজক সংগঠন ‘সিলসিলা’ ৷ শুধু তাই নয় গতকাল বুধবার টিএসসিতে তাদের আয়োজনে হওয়া হামলার প্রতিবাদে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসিতে কাওয়ালি গানের আসর করারও ঘোষণা দিয়েছে তারা। 

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) একই স্থানে সন্ধ্যা ৬টায় এই আসর শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা চলার পর সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি টানেন আয়োজকেরা। 

আসরে ‘কুন ফায়া কুন’, ‘মাস্ত কালান্দার’, ‘কুজা মান কুজা’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গানের ‘ম্যাশআপ’ পরিবেশন করেন সিলসিলার প্রতিষ্ঠাতা লুৎফর রহমান। 

এ ছাড়া স্বরচিত র‍্যাপ গান পরিবেশন করেন আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইবরাহিম নাফিস এবং আমির আজিজের বিখ্যাত কবিতা ‘সব ইয়াদ রাখ জায়েগা’ আবৃত্তি করেন ছাত্র অধিকার পরিষদের সালেহ আহমদ সিফাত। 

অনুষ্ঠান শেষে গতকালের হামলার পর আজও হামলার আশঙ্কা থাকার কথা বলে লুৎফর রহমান বলেন, ‘প্রক্টর স্যার মিষ্টি মিষ্টি কথা বলে সব এড়িয়ে যান। আমাদের ওপর হামলার ব্যাপারটিও এড়িয়ে যাবেন। তাই তাঁদের অস্ত্রের বিপরীতে আমরা গানের সুরে সুরে প্রতিবাদ করে যাব।’ 

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে হামলা, ভাঙচুর চালানো হয়। 

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, কবি জসীম উদ্‌দীন হল ছাত্রলীগ এবং ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে আয়োজক কমিটি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন