হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে তিনজন আহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

যাত্রাবাড়ী পার্কে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে মো. জুয়েল (৪০) নামের একজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (২৩ মে) রাত সারে ১০টার দিকে যাত্রাবাড়ী পার্ক বৃক্ষ মেলায় ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেলে আহত জুয়েল বলেন, তাঁর বাসা তেজগাঁও এলাকায়। সে নার্সারি ব্যবসায়ী। যাত্রাবাড়ী পার্কে নার্সারি থেকে গাছ নিয়ে যান বিক্রির জন্য। রাতে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয় মেলার মধ্যে। সেই ককটেলের স্প্রিন্টার তোর বাম পায়ে ও হাতে লাগে। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসি। তবে ককটেলটি কোথা থেকে এসে পড়েছে তা জানাতে পারেননি।

এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যাত্রাবাড়ী পার্কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই তিনজনের মধ্যে একজন একটু গুরুতর আহত। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনাটি রাত ১০টার দিকে হয়েছে বলে জানা যায়।’

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর থেকে কেউ ককটেলটি নিক্ষেপ করেছে। একটি বিস্ফোরণের সংবাদ পাওয়া যায়। বিষয়টি তদন্ত চলছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ