হোম > সারা দেশ > ঢাকা

পরিবারের সবাই হাসপাতালে, ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

সাভার (ঢাকা) প্রতিনিধি

তিন দিন ধরে বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এ সুযোগে ফাঁকা বাড়ি থেকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোর। শুধু মূল্যবান মালামাল নয়, পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।

৩ দিন বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এর ফাঁকে বাড়িতে এসে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে চোর। শুধু তাই নয় মূল্যবান জিনিসের পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি তারা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাভার মডেল থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। এর আগে সাভারের ইমান্দিপুর এলাকায় প্রবাসী জামাল হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামছুন্নাহার বলেন, ‘আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লে গত ২৩ অক্টোবর সকালে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করি। ২৬ অক্টোবর বাড়িতে ফিরে দেখি রান্না ঘরের জানালার গ্রিল কাটা। মালামাল চুরি হয়ে গেছে। আলমারিতে থাকা নগদ তিন লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।’

সামছুন্নাহার আরও বলেন, বাড়ির ৮টি স্টিলের পানির কলও খুলে নিয়ে গেছে চোরেরা। ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৮টা থেকে ২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সামছুন্নাহার।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল