হোম > সারা দেশ > ঢাকা

পরিবারের সবাই হাসপাতালে, ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

সাভার (ঢাকা) প্রতিনিধি

তিন দিন ধরে বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এ সুযোগে ফাঁকা বাড়ি থেকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোর। শুধু মূল্যবান মালামাল নয়, পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।

৩ দিন বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এর ফাঁকে বাড়িতে এসে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে চোর। শুধু তাই নয় মূল্যবান জিনিসের পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি তারা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাভার মডেল থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। এর আগে সাভারের ইমান্দিপুর এলাকায় প্রবাসী জামাল হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামছুন্নাহার বলেন, ‘আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লে গত ২৩ অক্টোবর সকালে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করি। ২৬ অক্টোবর বাড়িতে ফিরে দেখি রান্না ঘরের জানালার গ্রিল কাটা। মালামাল চুরি হয়ে গেছে। আলমারিতে থাকা নগদ তিন লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।’

সামছুন্নাহার আরও বলেন, বাড়ির ৮টি স্টিলের পানির কলও খুলে নিয়ে গেছে চোরেরা। ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৮টা থেকে ২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সামছুন্নাহার।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির