হোম > সারা দেশ > ঢাকা

পরিবারের সবাই হাসপাতালে, ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

সাভার (ঢাকা) প্রতিনিধি

তিন দিন ধরে বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এ সুযোগে ফাঁকা বাড়ি থেকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোর। শুধু মূল্যবান মালামাল নয়, পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।

৩ দিন বাড়ির সবাই ছিলেন হাসপাতালে। এর ফাঁকে বাড়িতে এসে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে চোর। শুধু তাই নয় মূল্যবান জিনিসের পাশাপাশি বাড়িতে ব্যবহৃত পানির ট্যাপও বাদ দেয়নি তারা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাভার মডেল থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। এর আগে সাভারের ইমান্দিপুর এলাকায় প্রবাসী জামাল হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামছুন্নাহার বলেন, ‘আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়লে গত ২৩ অক্টোবর সকালে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করি। ২৬ অক্টোবর বাড়িতে ফিরে দেখি রান্না ঘরের জানালার গ্রিল কাটা। মালামাল চুরি হয়ে গেছে। আলমারিতে থাকা নগদ তিন লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।’

সামছুন্নাহার আরও বলেন, বাড়ির ৮টি স্টিলের পানির কলও খুলে নিয়ে গেছে চোরেরা। ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৮টা থেকে ২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সামছুন্নাহার।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক