হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ছাত্র নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় তাঁর এক পা ও এক হাত শরীর থেকে পৃথক হয়ে গেছে। আজ শুক্রবার মহাখালী রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ওই ছাত্র রাজধানীর শাহজাদপুর এলাকায় বসবাস করত এবং সে একজন শিক্ষার্থী। 

জানা গেছে, নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২০। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় শনাক্ত করা যায়নি। 

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শানু মং আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহের তারাকান্দা থেকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছে। দুর্ঘটনায় তাঁর এক হাত ও এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তাঁর মাথার বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’ 

শানু মং বলেন, ‘নিহত ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এএসআই শানু মং আরও বলেন, ‘নিহত ওই ছাত্রের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জানা গেছে, তাঁর বাড়ি রংপুর জেলায়।’ স্বজনেরা রেলওয়ে থানায় আসছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল