হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ছাত্র নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় তাঁর এক পা ও এক হাত শরীর থেকে পৃথক হয়ে গেছে। আজ শুক্রবার মহাখালী রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ওই ছাত্র রাজধানীর শাহজাদপুর এলাকায় বসবাস করত এবং সে একজন শিক্ষার্থী। 

জানা গেছে, নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২০। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় শনাক্ত করা যায়নি। 

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শানু মং আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহের তারাকান্দা থেকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছে। দুর্ঘটনায় তাঁর এক হাত ও এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তাঁর মাথার বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’ 

শানু মং বলেন, ‘নিহত ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এএসআই শানু মং আরও বলেন, ‘নিহত ওই ছাত্রের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জানা গেছে, তাঁর বাড়ি রংপুর জেলায়।’ স্বজনেরা রেলওয়ে থানায় আসছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান