হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ছাত্র নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় তাঁর এক পা ও এক হাত শরীর থেকে পৃথক হয়ে গেছে। আজ শুক্রবার মহাখালী রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ওই ছাত্র রাজধানীর শাহজাদপুর এলাকায় বসবাস করত এবং সে একজন শিক্ষার্থী। 

জানা গেছে, নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২০। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিস্তারিত পরিচয় শনাক্ত করা যায়নি। 

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শানু মং আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহের তারাকান্দা থেকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছে। দুর্ঘটনায় তাঁর এক হাত ও এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তাঁর মাথার বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’ 

শানু মং বলেন, ‘নিহত ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এএসআই শানু মং আরও বলেন, ‘নিহত ওই ছাত্রের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জানা গেছে, তাঁর বাড়ি রংপুর জেলায়।’ স্বজনেরা রেলওয়ে থানায় আসছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ