হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ভাওয়াল কলেজের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ 

গাজীপুর প্রতিনিধি

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রীরা। আজ বুধবার অধ্যক্ষের অফিস কক্ষের সামনে বিক্ষোভ হয়। ঘন্টা খানিক অবস্থানের পর শিক্ষকদের আশ্বাসে তারা চলে যায়। 

শিক্ষার্থীরা বলেন, গত ১ জুলাই আগামী এক বছরের সেশন ফি নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু আমরা ২০ দিনও হলে থাকতে পারিনি। গত ৮ আগস্ট হঠাৎ হল বন্ধের নোটিশ দেওয়া হয়। তখন অনেক শিক্ষার্থী বাড়িতে থাকায়, তারা তাদের জরুরি জিনিসপত্র কিছুই হল থেকে নিতে পারেনি। 

তারা বলেন, শিক্ষার্থীদের বই, জামা–কাপড়, রেজিস্ট্রেশন কার্ড সব হলে রয়েছে। এমতাবস্থায় পড়াশোনা ব্যাপক ক্ষতি হচ্ছে। আগামী মাস থেকে ১ম বর্ষের পরীক্ষা। আশপাশে কোথাও বাসা পাওয়া যাচ্ছে না। সমস্যার সমাধান না করলে মহাসড়ক অবরোধ করা হবে। 

তারা আরও বলেন, কলেজ অধ্যক্ষ বারবার আশ্বাস দিচ্ছেন, কিন্তু হল খুলে দিচ্ছেন না। আমাদের হল খুলে না দিলে টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত না দিলে আজকের মধ্যেই হল খুলে দিতে হবে। 

এ বিষয়ে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের ছেলেদের হোস্টেলে ঝামেলা এ জন্য নিরাপত্তার কারণে মেয়েদের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন তাদের হল খুলে দিলে ছেলেরাও দাবি করবে। বিকেলে একটি সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ