হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ভাওয়াল কলেজের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ 

গাজীপুর প্রতিনিধি

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রীরা। আজ বুধবার অধ্যক্ষের অফিস কক্ষের সামনে বিক্ষোভ হয়। ঘন্টা খানিক অবস্থানের পর শিক্ষকদের আশ্বাসে তারা চলে যায়। 

শিক্ষার্থীরা বলেন, গত ১ জুলাই আগামী এক বছরের সেশন ফি নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু আমরা ২০ দিনও হলে থাকতে পারিনি। গত ৮ আগস্ট হঠাৎ হল বন্ধের নোটিশ দেওয়া হয়। তখন অনেক শিক্ষার্থী বাড়িতে থাকায়, তারা তাদের জরুরি জিনিসপত্র কিছুই হল থেকে নিতে পারেনি। 

তারা বলেন, শিক্ষার্থীদের বই, জামা–কাপড়, রেজিস্ট্রেশন কার্ড সব হলে রয়েছে। এমতাবস্থায় পড়াশোনা ব্যাপক ক্ষতি হচ্ছে। আগামী মাস থেকে ১ম বর্ষের পরীক্ষা। আশপাশে কোথাও বাসা পাওয়া যাচ্ছে না। সমস্যার সমাধান না করলে মহাসড়ক অবরোধ করা হবে। 

তারা আরও বলেন, কলেজ অধ্যক্ষ বারবার আশ্বাস দিচ্ছেন, কিন্তু হল খুলে দিচ্ছেন না। আমাদের হল খুলে না দিলে টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত না দিলে আজকের মধ্যেই হল খুলে দিতে হবে। 

এ বিষয়ে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের ছেলেদের হোস্টেলে ঝামেলা এ জন্য নিরাপত্তার কারণে মেয়েদের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন তাদের হল খুলে দিলে ছেলেরাও দাবি করবে। বিকেলে একটি সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯